রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে গত ২রা মার্চ দুপুরে ২গ্রাম হেরোইনসহ ৬টি মাদক মামলার আসামী জুয়েল শিকদার(৩০)কে পুলিশ গ্রেফতার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, জুয়েল শিকদার একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় ৬টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২রা এপ্রিল দুপুরে দৌলতদিয়া শহীদ মিনার সংলগ্ন পোড়াভিটা গলির মধ্যে থেকে ২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা করা হয়েছে। গতকাল ৩রা এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হয়।