ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
কাতারে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির দোয়া-ইফতার মাহফিল
  • কাতার থেকে ই এম আকাশ
  • ২০২৩-০৪-১৫ ১৫:০৫:২১

কাতারে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির আয়োজনে রোজাদারদের সম্মানে গত ১৪ই এপ্রিল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম খান। 
  বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইনজামামুল হক মান্না ও সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মিনিস্টার(শ্রম) ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, খান গ্রপের চেয়ারম্যান শাহ আলম খান, চট্টগ্রাম সমিতির, সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি জাকির হোসেন বাবু বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির প্রধান উপদেষ্টা শেখ আহমেদ আলী, সাধারণ সম্পাদক ওলী আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। 
  এ সময় কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ, সাধারণ সম্পাদক আমিন ব্যাপারী, বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটি কাতারের অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মিঠু আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন, সহ-দপ্তর সম্পাদক রাসেল হাওলাদার, সাবেক অর্থ সম্পাদক আনিছুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সিনিয়র সদস্য ফারুক ও জনি, নাহিম  প্রমুখ উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলওয়াত করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক জমির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন খান গ্রুপ ও আল তামরিদ ক্লিনিং এ্যান্ড কন্টাক্টিং।

দুবাইয়ে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের অভিষেক ও শপথ পাঠ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আরটিভি’র জন্মদিন পালিত
 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
সর্বশেষ সংবাদ