কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সাথে গত ১৪ই এপ্রিল সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন কাতারস্থ বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের সভাপতি মোঃ মাসুদ রানা, সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রধান উদ্যোক্তা ইকবাল আহমেদ রনি, সহ-সভাপতি ই এম আকাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স মোহাম্মদ জুয়েল, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী মিরু, আশিকুজ্জামান, কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতারের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার বিষয়ে আলোচনা করা হয়।