পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মোল্লা বাড়ীতে গতকাল ১৯শে এপ্রিল ঈদ উপহার হিসেবে ১২৫টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাবেয়া কাদের ফাউন্ডেশন।
খাদ্য সামগ্রী বিতরণকালে রাবেয়া কাদের ফাউন্ডেশনের উপদেষ্টা ও পিডিবির সাবেক চীফ ইঞ্জিনিয়ার ড. এম এম সিদ্দিক, ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক বেগ ও মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বক্তব্য রাখেন।
ঈদ উপহারের মধ্যে রয়েছে- পোলার চাল, তেল, ডাল, সেমাই, চিনি, দুধ, খিচুরী রান্নার চাল ইত্যাদি।
উল্লেখ, প্রতি বছর দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্ধীদের মধ্যে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে রামকান্তপুরের কৃতি সন্তান শিক্ষানুরাগী নজরুল ইসলাম মোল্লার হাতে গড়া প্রতিষ্ঠান রাবেয়া-কাদের ফাউন্ডেশন। মূলত একটি শিক্ষিত জাতি গঠনের লক্ষেই নিজের মা ও বাবার নামে এ ফাউন্ডেশনটি গড়ে তোলেন নজরুল ইসলাম মোল্লা।