ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালীতে কুখ্যাত চাঁদাবাজ গুটি শামীম অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৭ ১৩:০৫:৫০

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে নিজবাড়ী থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুড়াল, দুইটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গুটি শামীম ওরফে শামীম ওরফে মাস্তান শামীম (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ১৫ই মে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানীর সদস্যরা তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের হাসু মিয়ার ছেলে। র‌্যাবের দাবী গুটি শামীম একজন কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী।

র‌্যাব জানায়, বিগত কিছুদিন ধরে গুটি শামীম স্থানীয় নিরীহ লোকজনকে হুমকি দিয়ে চাঁদা উত্তোলন করছিল। এছাড়াও সে মাদক ব্যবসার সাথে জড়িত। এ সকল বিষয়ে পর্যবেক্ষণ করে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি এর সার্বিক তত্ত্বাববধানে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফট্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার ও সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়। গত ১৫ই মে গোপন সংবাদে খবর আসে গুটি শামীম তার নিজ বাড়ীতে অস্ত্র ও মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় গুটি শামীমের হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুড়াল, দুইটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করা হয়।

গুটি শামীম গ্রেফতারে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে গুটি শামীমের বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করাসহ তাকে থানায় হস্তান্তর করা হয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ