রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গত ১৬ই মে সন্ধ্যা ৭টার দিকে রতনদিয়া রেলগেট সংলগ্ন চৌধুরী মার্কেটের একাংশের টিন সেডের চাল উড়ে লন্ড ভন্ড হয়ে গেছে।
এতে মার্কেটের ভাড়াটিয়া বাশার জোয়ার্দারের নিশান অটোজ, সিরাজুল ইসলামের ফিডের দোকান, নাজির বিশ্বাসের বিশ্বাস মটরস ও নিরব মন্ডলের নিরব মটরসসহ ৪ টি দোকানের মালামাল ক্ষতি হয়। এছাড়াও বোয়ালিয়া ইউপির বাংলাদেশ হাট মোড়ে লিয়াকত শেখের দোকান লন্ডভন্ডসহ কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছ পালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।