রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল ২২শে মে “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে পাংশা উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে ও পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাৎ আল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোত্তালিব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছেন। তিনি বলেন, ভূমি অফিসের ই-মিটিশনের সেবা তৃণমূল পর্যায়ে কার্যকর হয়েছে। ভূমি অফিসের পাশাপাশি সাব-রেজিস্ট্রি অফিস ডিজিটালের আওতায় আসছে।
তিনি বলেন, ভুমি অফিস থেকে প্রতিদিনই সেবা প্রদান করা হচ্ছে। জনসাধারণের মাঝে আরো সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিসেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার গুরুত্বারোপ করেন তিনি।
সবশেষে ১১টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, পাংশা উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসসহ উপজেলার ১০টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।