ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে পিবিজিএসআই স্কিমের আওতায় দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-২৯ ১৬:৩০:২০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (চইএঝও)” স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধান, বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটি, মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানজেমেন্ট সিস্টেম ও গভর্নিং বডির সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৯শে মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্কশপে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ