ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ১৭ জন জেলের মধ্যে ১টি করে বকনা বাছুর বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
গতকাল ২৯শে মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে এ বকনা বাছুর তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য মোঃ ইউনুস মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহরিয়ার জামান সাবু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন রনি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।