ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৫দিনের প্রশিক্ষণ সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-২৯ ১৬:৪৩:২১

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ৫দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গতকাল ২৯শে মে সমাপ্ত হয়েছে।

  বেলা ১১টায় কলেক্টরেটের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক(যুগ্ম-সচিব) মোঃ আরিফ। 

  জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

  উল্লেখ্য, গত ২৫শে মে থেকে ২৯শে মে পর্যন্ত ৫দিন ব্যাপী জেলা প্রশাসনের আওতাধীন ভূমি ব্যবস্থাপনায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনারগণসহ ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ