ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়া ঘাটে ফেরী ভিড়তে সমস্যা হওয়ায় পারাপার ব্যাহত
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৯-০৯ ১৪:১২:০৬
দৌলতদিয়া ঘাটে ফেরী ভিড়তে সমস্যা হওয়ায় পারাপার ব্যাহত হচ্ছে। ফলে ঘাটের কয়েক কিলোমিটার জুড়ে নদী পারাপারের অপেক্ষমান যানবাহনের দীর্ঘ লাইন -মাতৃকণ্ঠ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ঘাটে ফেরী ভিড়তে সমস্যা হওয়ায় পারাপার ব্যাহত হচ্ছে।
  গতকাল ৯ই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটের কয়েক কিলোমিটার জুড়ে নদী পারাপারের অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারির পাশাপাশি ঘাটের ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় হাইওয়ে পুলিশ কর্তৃক মহাসড়কের পাশ দিয়ে কয়েকশত পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। 
  জানা গেছে, দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫নং ফেরী ঘাটের বেশ কিছুটা অংশ তীব্র স্রোতের কারণে ভেঙ্গে যাওয়ায় সেখানে ফেরী ভিড়তে পারছে না। এছাড়া পলি জমে ঘাটে প্রবেশের চ্যানেল সংকুচিত হয়ে পড়ে নাব্যতা সংকটের পাশাপাশি ফেরীর স্বল্পতা রয়েছে। এর ফলে নদী পারাপারে ফেরীগুলোর স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশী সময় লাগছে। তাছাড়া ঘাট সমস্যার কারণে ফেরীর লোড-আনলোডে সময়ও বেশী লাগছে। একটি ফেরী ঘাটে ভিড়ে লোড-আনলোড করার সময় আরেকটি ফেরী পিছনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকছে।
  খুলনা থেকে ভুট্টা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে গোয়ালন্দ মোড় এলাকায় দীর্ঘক্ষণ আটকে থাকা একটি ট্রাকের চালক টুকু মিয়া বলেন, গত ২দিন ধরে আটকা পড়ে রয়েছি। জানি না কখন ফেরীর নাগাল পাবো। দীর্ঘ সময় আটকে থাকায় আমাদেরকে অনেক ভোগান্তিও পোহাতে হচ্ছে। 
  রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি এস.এম আলাউদ্দিন বলেন, দৌলতদিয়া ঘাটের উপর চাপ কমানোর জন্য অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে সাময়িকভাবে গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে। সুবিধামতো সময়ে সিরিয়াল দিয়ে সেগুলোকে ছাড়া হচ্ছে। ট্রাকগুলোর চালক-শ্রমিকদের ভোগান্তি হলেও আমাদের কিছু করার নেই।       
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য) মাহবুবুর রহমান বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরী দিয়ে যানবহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরী চলাচল বন্ধ থাকায় এই রুটের উপর চাপ পড়েছে। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ