রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার স্বনামধন্য হোমিও চিকিৎসক প্রয়াত আলহাজ্ব আবু জাফরের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ই জুুন দুপুরে কালুখালী স্টেশন সংলগ্ন মালিয়াট গ্রামে মরহুমের নিজ বাড়ীতে ফাতেহা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন রতনদিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আঃ মালেক।
এ সময় রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খান, বিএনপি নেতা মোঃ সুরুজ আলী মুন্সি, মোঃ মশিউল আজম চুন্নু, মোঃ আঃ ওহাব মন্ডল, মোঃ জিল্লুর রহমান, মোঃ আক্কাস আলী, মোঃ হাসমত আলী মোল্লা, মোঃ শাহজাহান বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ শাহাদত হোসেন সাইফুল, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান ও সদস্য সচিব ডাঃ মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।