ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০৫ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-১৮ ১৭:০৩:১৫

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৫ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন ভর্তি হয়েছেন।
  বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১১৮ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৮৭০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৪৮ জন।
  চলতি বছরের ১লা জানুয়ারী থেকে গতকাল ১৮ই জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৯০৮ জন। এদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৮০৭ জন এবং ঢাকার বাইরে ১হাজার ১০১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৪জনের।
  এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ