ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে জুয়ার আসর থেকে ডিবির অভিযানে ৮ জুয়াড়ী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-১১ ১৪:৫৩:৩২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর দক্ষিণ পাড়া জনৈক আসাদুল শেখের মুদি দোকানের বারান্দা থেকে গত ১০ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮জন জুয়ারীকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো- বহরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত কুদ্দুস শেখের ছেলে আশাদুল শেখ(২৪), মৃত ওয়াজেদ বিশ্বাসের ছেলে আতাউর বিশ্বাস(৩৭), মৃত ছালাম মন্ডলের ছেলে আরিফ মন্ডল(২৮), কালাম শেখের ছেলে ইমরান শেখ(২৮), খলিল শেখের ছেলে ইয়াছিন শেখ(২৭), ইয়াকুব শেখের ছেলে লুৎফর শেখ(৪০), আঃ গফুর দফাদারের ছেলে মোশারফ দফাদার(২২) ও আমির আলী শেখের ছেলে মোঃ লতিফ শেখ(৪৫)।

  রাজবাড়ী ডিবি’র পরির্দশক মোঃ মনিরুজ্জামান বলেন, গত ১০ই আগস্ট সন্ধ্যায় আমাদের কাছে তথ্য আসে বহরপুর দক্ষিণপাড়ায় আসাদুল শেখের মুদি দোকানের বারান্দায় জুয়ার আসার বসিয়ে একদল জুয়ারু জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নগদ ১৭১০ টাকা ও বিভিন্ন রংয়ের ২বান্ডিল তাস এবং জুয়ার খেলার আসরে বসার জন্য প্লাষ্টিকের ১টি জব্দ করাসহ উল্লেখিতদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ