রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল ১২ই আগস্ট সকালে আধুনিক খামার গড়ি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আমান ফিড লিমিটেডের আয়োজনে ও মেসার্স সুরাইয়া ট্রেডার্সের সৌজন্যে সেমিনারে সভাপতিত্ব করেন সুরাইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে আমান ফিড লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জিএইচএন এরশাদ বক্তব্য রাখেন।
এ সময় আমান ফিড লিমিটেডের টেকনিক্যাল মোঃ সালাউদ্দিন শাকিল, টেকনিক্যাল ফিস ফিড মীর রাইসুজ্জামান সুমন, সোনালী ব্যাংক লিঃ কালুখালী উপজেলা শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল আলিম, সিনিয়র এজিএম উজ্জ্বল কান্তি রাহা, ম্যানেজার ফয়সাল মাহমুদ, ডাঃ কল্যাণ আশীষ ভাদুড়ি ও আব্দুল্লাহ আল দিনারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।