রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে গতকাল ১২ই আগস্ট সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম খায়রুল আলমের পরিচালনায় আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।
আলোচনা সভায় শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।