রাজবাড়ী জেলার পাংশা উপজেলা খাদ্য দপ্তরের উদ্যোগে উপজেলার ১০টি ইউপিতে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য বান্ধন কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম চলছে।
গত তিন দিনে উপজেলার মাছপাড়া, বাহাদুরপুর, হাবাসপুর, সরিষা ও কলিমহর ইউপিতে সরেজমিনে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারগণ জানান, এবারে খাদ্য বান্ধব কর্মসূচির চালের মান খুব ভালো। ক্রেতাসাধারণ খুশি।
মাছপাড়ার ডিলার ও পাংশা উপজেলা রাইস মিলস মালিক সমিতির সভাপতি দিলীপ দাস বলেন, খাদ্য বান্ধব কর্মসূচিতে খুবই ভালো মানের চাল দেওয়া হচ্ছে। ত্রেতা সাধারণ ভালো মানের চাল পেয়ে খুশি। একই রকম অভিমত ব্যক্ত করেন বাহাদুরপুর ইউপির ডিলার ইউনুস মল্লিক ও কলিমহর ইউপির ডিলার মতিয়ার রহমান।
গতকাল ২৩শে আগস্ট পাংশার ওসি-এলএসডি মোঃ রেজাউল হোসেন বলেন, সরকারী নিয়ম মেনে কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছি। সরকারী কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভাবে কাজ করার আহবান জানান।
পাংশা উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাইল হক জানান, পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩জন ডিলার রয়েছেন। প্রায় ১৭ হাজার সুবিধাভোগীর মাঝে সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর তিন মাসের জন্য ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম চলছে।