রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ২৩শে আগস্ট বিকাল ৪টায় ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরীয়া খানকা পাকে ফলদ গাছের চারা রোপণ করা হয়।
দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মোঃ বাকেন শেখের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফকির আব্দুল ছাত্তার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন প্রামানিক, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রশিদ টিটু, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন প্রামানিক, আমজাদ হোসেন প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম(নুরাল), দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল সহ দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।