ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
গোয়ালন্দে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-০২ ১৫:০৫:০৩

 বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২রা সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে সভাপতি পদে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তৈয়বুর রহমান নির্বাচিত হন।

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএ'র রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও অর্থ সম্পাদক বাবু বিনয় কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাধন কুমার, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ, জুয়েল গায়েন, সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন পরিচালনা করেন গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী।

গোয়ালন্দের দেবগ্রামে পদ্মা নদীর ভাঙ্গনরোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ
গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে বাহাদুরপুর বিজয়ী
সর্বশেষ সংবাদ