রাজবাড়ীর অফিসার্স ক্লাবের আয়োজনে গতকাল ৩রা সেপ্টেম্বর সন্ধ্যায় বার্ষিক আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও সিভিল সার্জন ডঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণ রানী সাহা। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষ ক্লাবের আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।