ঢাকা সোমবার, মে ২৬, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী শহীদ ওহাবপুর ইউনিয়নের ১০ কৃতি সন্তানকে সংবর্ধনা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৯-০৪ ১৫:২২:০৮

রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী শহীদ ওহাবপুর ইউনিয়নের ১০জন কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শহীদ ওহাবপুর ইউনিয়নবাসী সামাজিক সচেতন সমাজের পক্ষ থেকে সদ্য বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত সহ ইউনিয়নের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। 

গত ২রা সেপ্টেম্বর বিকেলে ধুলদী জয়পুর বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া প্রাথামিক বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া। 

শহীদ ওহাবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ হাবিবুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ আব্দুল মান্নান খানসহ গন্যমান্য ব্যক্তিরা এ সময়  উপস্থিত ছিলেন। 

  সংবর্ধিত ১০ কৃতি সন্তান হলো- নাজমুল আহসান হাবীব উপ-পরিচালক বহির্গমন পাসপোর্ট অধিদপ্তর ঢাকা, মোঃ সোলাইমান শেখ ওসি বড়দরগাহ হাইওয়ে থানা পীরগঞ্জ, রংপুর, মোহাম্মদ আজম, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার, মোহাম্মদ আলী জিন্নাহ জেসিও বাংলাদেশ সেনাবাহিনী, মোঃ খুরশিদ আলম একাউন্ট ইনচার্জ সনি ও র‌্যাংকস ইলেকট্রনিক্স ঢাকা, কৃষিবিদ নাঈম আহম্মেদ রাজু, ৪১তম বিসিএস কৃষি ক্যাডার, শেখ আব্দুল লতিফ সাধারণ সম্পাদক পিজিসিবি কেন্দ্রীয় কমিটি ঢাকা, সবুজ মোল্যা সহকারী জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মাহমুদ হাসান মামুন, উপ-ব্যবস্থাপক এডমিনিস্ট্রেশন বেক্সিমকো গ্রুপ ও মোঃ জিয়াউর রহমান ফরিদপুর জেলার বিভাগীয় তৈল ও বীজ উৎপাদনে ১ম স্থান  অধিকারী। 

  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর  মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওয়াল খান। সঞ্চালন করেন আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম পিয়াল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল হালিম মোল্লা, মোঃ শোয়েবুর রহমান রাজিব, মোঃ জাহাঙ্গীর প্রামানিক, মোঃ ইসহাক ফকির ও আলমগীর আল-আরাফ। শহীদ ওহাবপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু মুসা অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

  উল্লেখ্য শহীদওহাবপুর ইউনিয়নে সৃষ্টির পর এই প্রথম কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হলো। আয়োজনকারীরা জানান, প্রতি বছর জমজমাট আয়োজনে কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

 

 বালিয়াকান্দির সোনাপুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ৩জনকে কুপিয়ে জখম
জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সচেতনতা  বৃদ্ধির জন্য সরকার ভূমি মেলার আয়োজন করেছে---জেলা প্রশাসক
রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল  ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ