ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রাজবাড়ীতে নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ২৯৫৮
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-১৭ ১৪:৪৯:৩৩

রাজবাড়ী জেলায় একদিনে আরও ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৫৮ জনে।  
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১৭ই সেপ্টেম্বর জেলার আরও ৮৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৪ই সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।  
  সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত জেলার মোট আক্রান্ত ২ হাজার ৯৫৮ জনের মধ্যে ১ হাজার ৫৮৫ জন রাজবাড়ী সদর, ৬১৮ জন পাংশা, ২১২ জন কালুখালী, ৩০০ জন বালিয়াকান্দি ও ২৪৩ জন গোয়ালন্দ উপজেলার। অপরদিকে, মৃত্যুবরণকারী ২৪ জনের মধ্যে ১৩ জন রাজবাড়ী সদর, ৫ জন পাংশা, ৩ জন কালুখালী, ২ জন বালিয়াকান্দি ও ১জন গোয়ালন্দ উপজেলার।
  এছাড়া বর্তমানে ১৭ জন হাসপাতালে ভর্তি এবং ৪২২ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।   

 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ