প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জন্য পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা গুলরুখ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা পদক কমিটি গত ৭ই সেপ্টেম্বর পাংশা উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকা প্রকাশ করে। তালিকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে দিলরুবা গুলরুখকে নির্বাচিত করে কমিটি।
জানা যায়, দিলরুবা গুলরুখ ২০০১ সালে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়ে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কোরদী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১৯ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করে তিনি পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির লটাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দক্ষতা ও সুনামের সাথে শিক্ষকতায় বর্তমানে তিনি পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামে।
এদিকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জন্য পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, পাংশা উপজেলা শিক্ষা অফিসার কে.এম নজরুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, কশবামাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. মোজাম্মেল হোসেনকে শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসাইনকে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পারডেমনামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা জাকিয়াকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, পাঁচবাড়ীয়া হাসিনা ওয়াজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমানকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, পিপুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(উড ব্যাজার) মোঃ সাইফুল ইসলামকে শ্রেষ্ঠ কাব শিক্ষক ও অফিস সহকারী উজ্জ্বল হোসেনকে প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত করে।