ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
কালুখালী উপজেলার ৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৯-১৭ ১৪:৫২:১০
কালুখালী উপজেলার প্রাথমিক স্তরের ৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে গতকাল ১৭ই সেপ্টেম্বর হুইল চেয়ার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রাথমিক স্তরের ৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
  গতকাল ১৭ই সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জমান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 
  হুইল চেয়ারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ঃ মাঝবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজী জুলকার নাইম জুনায়েদ, ধুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়াস, আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জামিলা ও জিম আক্তার বর্ষা, আমবাড়ীয়া আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পারভেজ এবং কৃষ্ণনগর আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নজরুল শেখ। 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ