ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৯-১৩ ১৫:৩৩:৩৯

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, প্রত্যেক এলাকায় রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ ও মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিমাসে ৮০০ শত টাকা ভাতা প্রদান করছে সরকার। বর্তমানে নতুন যুগের সূচনা হয়েছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। 

গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী সরকারী প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।

মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেনের সঞ্চালনায় ও মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গুলজার মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান নবাব, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও নবাবপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, যুবলীগ নেতা মোঃ রাসেল মোল্লাসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ