রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে গতকাল ১৪ই সেপ্টেম্বর সকালে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুর ইসলাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।