ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
কোভিড-১৯ কে হারাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-০৯-১৭ ১৪:৫৪:২১

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস কোভিড-১৯ কে পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়ার আহ্বান জানিয়েছেন।
  গত বুধবার এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বে আজ ভাইরাসটি এক নম্বর নিরাপত্তা হুমকী। সুতরাং এই ভাইরাসকে পরাস্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়ার এখনই সময়।
  তিনি আরো বলেন, অনেকেই ভ্যাকসিনের ওপর আশা করে বসে আছে। কিন্তু ভ্যাকসিন একা এই সমস্যার সমাধান করতে পারবে না।
  গুতেরেস বলেন, বিশেষ করে আগামী ১২ মাসে নতুন নতুন সংক্রমণ মোকাবেলা এবং দমনে আমাদের নতুন ও বিদ্যমান পদ্ধতির ব্যাপক সম্প্রসারণ করতে হবে। তিনি এখনই তা শুরু করার ওপর গুরুত্বরোপ করেন।
  এদিকে কোভিড-১৯ এর কোন সীমানা না থাকায় তিনি ভ্যাকসিনকে একটি বৈশ্বিক গণপণ্যে রূপ দেয়ার কথাও বলেন। 
  তিনি বলেন, ভ্যাকসিন হবে সকলের জন্যে এবং সহজলভ্য। এটি হবে সকলের। গুতেরেস ভ্যাকসিন নিয়ে অবিশ^াস তৈরি হওয়ার প্রসঙ্গটিও তুলে ধরেন।
  তিনি বলেন, কোন কোন দেশের বৃহৎ জনগোষ্ঠীর ভ্যাকসিন নিয়ে অনীহার উদ্বেগজনক খবর আমরা দেখেছি।
  মহাসচিব বলেন, এই মরনব্যাধির মুখে দাঁড়িয়ে ভুল তথ্য প্রতিহত করতে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ