রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে এক দফা দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চের দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফরিদপুর বিভাগীয় রোড মার্চের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহুরুল হক শাহজাদা মিয়া, রোড মার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।