ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দূর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১০-০৬ ১৪:৩৬:১১

 হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৫ই অক্টোবর সকালে শহরের পৌর নিউ মার্কেটের ৩য় তলায় জেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুশীল দত্ত তাপসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা কমিটির সহ-সভাপতি মিহির চক্রবর্তী, সহ-সভাপতি অধ্যক্ষ অখিল চন্দ্র দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র নাথ রায়, সুজিত নন্দী ও ধীরেশ চক্রবর্তী দোদো বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ১০২টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন।
 মতবিনিময় সভার শুরুতে কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা পাঠ করেন পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস।
 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বলেন, রাজবাড়ী জেলায় ৪৪২টি মন্দিরে এবার শারদীয় দূর্গোৎসব পালন হচ্ছে। ইতিমধ্যে জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তাদেরকে কেন্দ্র থেকে নির্দেশিত সকল দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা আশাকরি শান্তিপূর্ণভাবে এবারের পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারবো।

 

অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে ডিবি’র সোর্সসহ ৪জন গ্রেফতার
রাজবাড়ীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অহিতকরণ সভা
বাবা-মায়ের সাথে মেলায় গিয়ে লটারীতে মোটর সাইকেল পেয়েছে স্কুল ছাত্র রাফি
সর্বশেষ সংবাদ