ঢাকা বুধবার, মে ১৫, ২০২৪
বালিয়াকান্দি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে পানি-শরবত বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৪-২৮ ১৫:২৭:২৪

বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল ২৮শে এপ্রিল সকালে তীব্র তাপপ্রবাহ ও খরার তৃষ্ণার্ত পথচারী মানুষের মাঝে পানি ও শরবত বিতরণ হয়েছে।
 এ সময় বরফ, ট্যাংক, লেবু ও চিনি মিশ্রিত শরবত পেয়ে খুশি সাধারণ মানুষ। 
 শরবত খেয়ে স্বস্তি প্রকাশ করে ষাটোর্ধ আলিম বিশ্বাস বলেন, গরমে খুব কষ্ট হচ্ছিল। এখানকার তরুণেরা ডেকে শরবত খাওয়ালো। এখন খুব শান্তি পাচ্ছি। 
 ভ্যান চালক ইয়াসিন খা বলেন, সারাদিন ভ্যানে রোদের মধ্যে পুড়তে হয়। এই রোদে খুব কষ্ট হয়, বাস স্ট্যান্ড এলাকাতে আসতেই কয়েকজন তরুণ ঠান্ডা শরবত খাওয়ালো। প্রাণটা একদম জুড়ে গেছে। 
 বালিয়কান্দি কলেজ ছাত্রলীগ নেতা আবতাহিজ্জামান আবির ও রাতুল হাসান সজীব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নিদের্শনায় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখের তত্ত্বাবাধনে তীব্র তাপপ্রবাহে বালিয়াকান্দিতে পথচারী ও শ্রমজীবী ভাইদের তৃঞ্চা মেটাতে সুপেয় খাবার পানি ও শরবত বিতরণ করা হয়েছে।
 এ সময় আশিক মল্লিক, পলাশ পাল, রাতুল দেবনাথ, ইরসানুল আরেফিন উৎসসহ কলেজ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

পাংশায় খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ ধান চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদার দাবীতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন
বালিয়াকান্দিতে বিদেশে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ