ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দ প্রেসক্লাবের নির্বাচনে আবুল সভাপতি-শামীম সেক্রেটারী
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-২৭ ১৭:২০:৩৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহনা টেলিভিশন ও দৈনিক মাতৃকণ্ঠের প্রতিনিধি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তের উপজেলা প্রতিনিধি মোঃ শামীম শেখ নির্বাচিত হয়েছেন।

 গতকাল ২৭শে অক্টোবর সন্ধ্যার পর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, প্রবীণ শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী ও এডঃ এ বি এম ছাত্তার।

 এ নির্বাচনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ শামীম শেখ নির্বাচিত হন।

 এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শেখ রাজীব ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বদেশ বিচিত্রার প্রতিনিধি উদয় দাস নির্বাচিত হন।

 ফলাফল ঘোষণাকালে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ