রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একেএম খায়রুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ৯ জনকে ৪ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।