রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল ১৮ই নভেম্বর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে পাংশা শিল্পকলা একাডেমীতে আনন্দঘন পরিবেশে পূজা পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে’র সভাপতিত্বে এবং আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা)।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার গুরুত্বারোপ করেন। একই সাথে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।