ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-২১ ১৬:৫৩:০৯

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে নভেম্বর সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল বসু, বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া বক্তব্য রাখেন। 

 সভায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট, বাজার, পাড়া মহল্লায়, বহরপুর ও জামালপুর রেলওয়ে স্টেশনে আইন-শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সে দিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ