আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া।
তিনি দলীয় প্রার্থী হিসেবে গত ১৯শে নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দিয়েছেন।
পাংশা উপজেলার মাছপাড়া ইউপির রামকোল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। ১৯৭৯ সালে রাজবাড়ী-২ আসনে জাসদ দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া জাসদের মনোনয়নে ১৯৮৫ সালে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার স্ত্রী রোকেয়া খাতুন বর্তমান পাংশা উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান।
গতকাল ২৩শে নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের প্রস্তুতিমূলক আলাপচারিতায় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সব ধরণের প্রস্তুতি তার আছে। ১৪দলীয় মহাজোট এবং জাসদের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত এবং দিক নির্দেশনার অপেক্ষায় থাকার কথা উল্লেখ করেন তিনি।