ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন রচিত জমিদার দর্পণ নাটক মঞ্চায়িত
  • মীর সামসুজ্জামান সৌরভ/সুজন বিষ্ণু
  • ২০২৩-১১-২৪ ১৫:২১:০১

 কালজয়ী উপন্যাসিক মীর মশাররফ হোসেনের রচিত এবং ফকীর জাহিদুল ইসলাম রুমন নির্দেশিত নাটক ‘জমিদার দর্পণ’ গতকাল ২৪শে নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়েছে।  

 বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ নাটকটি পরিবেশিত করা হয়। 

 জানা গেছে, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল, রাজবাড়ী থিযেটার, মঙ্গলনাট, স্বদেশ নাট্যাঙ্গন, গহন থিয়েটার, প্রত্যাশা থিয়েটার, রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটার ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় থিয়েটার সহ মোট ১৬জন নাট্য শিল্পী এ নাটককে অভিনয় করেছে। 

 এ সময় অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, সাংবাদিক এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 মঞ্চায়িত এ নাটকটি রাজবাড়ী জেলার প্রায় ২শতাধিক মানুষ নাটকটি উপভোগ করেন।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ