ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাবেয়া-কাদের ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১২-০৮ ১৩:৫৯:৫৮

রাজবাড়ী সদর উপজেলার রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৮ই ডিসেম্বর সকালে রামকান্তপুর ইউনিয়নের মোল্লাবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়েছে।

 রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নজরুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে  শীতার্তদের মাঝে এই উপহার বিতরণ করেন। 

 এ সময় সংগঠনের কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজু, সদস্য অধ্যাপক অপূর্ব কুমার দাস, সিপিবি’র জেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম, ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান সোহান, আবুল হোসেন, খলিলুর রহমান মেম্বার, আক্কাস কবিরাজ ও মতিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

 উল্লেখ্য যে, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার ৩শত জন শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

 
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ