দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল ১৭ই ডিসেম্বর রাজবাড়ীর ২টি সংসদীয় আসনের ৩জন প্রার্থী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দিয়েছেন।
গতকাল রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
প্রত্যাহারকরা প্রার্থীরা হলো ঃ রাজবাড়ী-১ আসনে জাকের পার্টির প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক ও তৃণমূল বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ। রাজবাড়ী-২ সংসদীয় আসনে মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-১ আসনের জাকের পার্টির প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, দলীয় সিদ্ধান্তে রাজবাড়ীর ২টি আসন থেকে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করছি। সকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদনপত্র জমা দিয়ে রিসিভ কপি নিয়েছি।
রাজবাড়ী-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বলেন, তৃনমূল বিএনপির কেন্দ্রীয় কমিটি রাজবাড়ী-১ আসনে ২জনকে মনোনয়ন দিয়েছিল। পরবর্তীতে কেন্দ্র থেকে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জানায়। তাই দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আমি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদনপত্র জমা দিয়েছি। দল যাকে নির্বাচন করতে দিয়েছে আমি তার পক্ষে মাঠে থাকবো।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজবাড়ী-১ আসন থেকে ৯জন ও রাজবাড়ী-২ আসন থেকে ৭জনসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসার রাজবাড়ী-১ আসন থেকে ৪জনের ও রাজবাড়ী-২ আসন থেকে ৩জনসহ মোট ৭জনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে ২টি আসন থেকে আপীলে ৫জনের মনোনয়ন পত্র বৈধ হয়। আপীল শেষে রাজবাড়ী-১ আসন থেকে ৭জন ও রাজবাড়ী-২ আসন থেকে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ছিল। আজ মনোনয়নপত্র প্রত্যাহারারের শেষ দিনে রাজবাড়ী-১ ও ২ আসনের জাকের পার্টির দুই প্রার্থী ও রাজবাড়ী-১ আসনের তৃনমূল বিএনপির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর ২টি আসন থেকে মোট ১১জন প্রার্থী নির্বাচনে ভোট যুদ্ধে লড়বেন।