ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-১৯ ১৪:১৮:১৪

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল ১৯শে ডিসেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃআব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রতীশ চন্দ্র সেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মকবুল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আলিফ নূর, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইয়াছিন মোল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌরসভার মেয়র প্রতিনিধি, মহিলা বিষয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জামাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধিসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

 পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, মানবাধিকার প্রতিরোধ লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভা,

 তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির  সভা, জেলা পর্যায়ের তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে উপদেষ্টা কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত সভা, জেলা কর্ণধার কমিটির সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা, এসডিজি সংক্রান্ত সভা, জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অনান্য রোগ প্রতিরোধ কমিটির সমন্বরয় কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ