ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মিজানপুর ইউপির গঙ্গাপ্রসাদপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১২-২১ ১৪:২৮:৫৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীকে পুনরায় এমপি নির্বাচিত করার লক্ষ্যে গতকাল ২১শে ডিসেম্বর বিকেলে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে গঙ্গাপ্রসাদপুর কলিবরের বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী এমপি বক্তব্য রাখেন।

 রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হেলাল আহম্মেদ সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডল, মিজানপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান নাজমুল ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, বিশিষ্ট সমাজসেবক দারোগ আলী মন্ডল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ