ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে খামারীদের মাঝে অর্থ অনুদান ডেমো ফার্মের উপকরণ ও ওষুধ বিতরণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-২১ ১৪:৩০:২৭

 রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল ২১শে ডিসেম্বর সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে খামারীদের মাঝে নগদ অর্থ, মিল্ক ক্রিম সেপারেটর মেশিন, ডেমো ফার্মের উপকরণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন ও খামারীদের মাঝে নগদ অর্থ, মিল্ক ক্রিম সেপারেটর মেশিন, ডেমো ফার্মের উপকরণ ও ওষুধ বিতরণ করেন।

 রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

 
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ