রাজবাড়ী-১ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করেছে সমর্থকেরা।
গতকাল ২২শে ডিসেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা বাজার এলাকার গোয়ালন্দ প্রপার হাইস্কুলে মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, জেলা জাতীয় পাটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ ও জাতীয় পার্টির নেতা মোঃ মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আমলের উন্নয়ন দেখে যদি জনগণ আমাদের ভোট দিতে পারেন তাহলে আমরা বিপুল ভোটে জয়ী হবো।