ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
গোয়ালন্দে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৭ ১৪:১৭:২৮

গোয়ালন্দে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৭শে ডিসেম্বর সকালে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির সম্মেলন কক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য  দিয়ে পালিত হয়।

 বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী সংবাদদাতা আজু শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, সাবেক কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব ঘোষ, সাবেক কাউন্সিলর কিয়াম শিকদার, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। এ সময় বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ