ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা ও মতবিনিময় সভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-২৭ ১৪:১৭:৫০

 রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৭শে ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটোরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ)-এর আওতায় “স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ বক্তব্য রাখেন। 

 রাজবাড়ী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজউল করিম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস উপস্থিত বক্তব্য রাখেন।

 সভায় আলোচকরা বলেন, তথ্য প্রযুক্তি খাতে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। স্মার্ট বাংলাদেশের সুফল এখনই দেশের মানুষ পেতে শুরু করেছে।

 বক্তাগণ স্মার্ট বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি এবং তা বাস্তবায়নে সমাজের বিভিন্ন স্তরের লোকদের করনীয় ও জনগণের উপকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ