রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর এলাকা থেকে গত ২৭শে ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান ও ২টি শর্টগানের কার্তুজসহ মোঃ ওসমান শেখ(৩৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর।
গ্রেফতারকৃত মোঃ ওসমান শেখ পাংশা উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ রাজ্জাক শেখের ছেলে।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা এলাকা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওসমান শেখকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধধারী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ এবং অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলো।
র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুরের কোম্পানী কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।