ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে নৌকার প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষে উঠান বৈঠক
  • ফজলুল হক
  • ২০২৩-১২-২৯ ১৩:৫২:৫৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালুখালী উপজেলার তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ২৯শে ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 উঠান বৈঠক অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন।

 তিনি বলেন, নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে বাস করতে পারে। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৭ই জানুয়ারী সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার আহবান জানান। 

 উঠান বৈঠক সভাপতিত্বে করেন রতনদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল আলী মোল্লা। 

 উঠান বৈঠক কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা আরাফাত দেওয়ান, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তন্ময় চক্রবর্তী সম্ভু, সাধারণ সম্পাদক নির্মল কুমার শাহা, কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম মানিক, আমজাদ খান, উপজেলা ছাত্র লীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল বক্তব্য রাখেন।

 এ সময় ওয়ার্ড পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ঈশান আলী মোল্লা, ইউপি সদস্য মোঃ লাল চাঁদ মোল্লা, সাবেক সদস্য মাসুদুর রহমান হিটুসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ