ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশার শহীদ মতিউল ইসলামের কবরে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি
  • শাখাওয়াত হোসেন সোহান
  • ২০২৪-০১-০১ ১৪:০৫:৫৬

 পাংশা উপজেলার সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ মতিউল ইসলামের কবরে গতকাল ১লা জানুয়ারী সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

 জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কাওসার আহম্মেদ রিপন।

 এ সময় ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার সভাপতি কাওসার আহম্মেদ রিপন বলেন, যে স্বপ্নের প্রদীপ জ্বালিয়েছিল আমাদের পূর্বপুরুষেরা সেই স্বপ্ন নিয়ে এখনো আমরা রাজপথে আছি। আগামীতে শিক্ষা আন্দোলনে ছাত্র ইউনিয়ন তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

 এ সময় জেলা ছাত্র ইউনিয়নের  সহ-সাধারণ সম্পাদক এবং শহর কমিটির সভাপতি উৎসব চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্নিকা দিশা, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, শহর শাখার সহ-সভাপতি মনিকা মন্ডল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহির খান, ভাজনচালা আঞ্চলিক কমিটির আহ্বায়ক মেহরান খান, টিএনটি পাড়া আঞ্চলিক কমিটির যুগ্ম-আহ্বায়ক রায়ছা ইসলাম, ভাজনচালা আঞ্চলিক কমিটির সদস্য তরিকুল ইসলাম তাহসিন, মাহামুদ হাসান ফাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 শ্রদ্ধাঞ্জলি শেষে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ শহীদ মতিউল ইসলামের বাসায় গিয়ে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ