ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ী-১ আসনের খানখানাপুরে নৌকার প্রার্থী কাজী কেরামত আলীর উঠান বৈঠক ও পথসভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০১-০৩ ১৫:৫৫:১০

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী গতকাল ৩রা জানুয়ারী বিকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও পথসভা করেন।

 এসব সভায় খানখানাপুর ইউনিয়ন পরিষেদর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম লাল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার বকাই, স্থানীয় জনপ্রতিনিধি আলম খা, আওয়ামী লীগ নেতা মোঃ ওমর আলী, মোঃ আবুল বাশার পাটোয়ারী ও হানিফ পাটোয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

 উঠান বৈঠক ও পথসভায় আলহাজ¦ কাজী কেরামত আলী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এ পর্যন্ত ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এই উন্নয়নমূলক কাজ দেখে ভোটাররা আমাকে পুনরায় ষষ্ঠ বারেরমত এমপি নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। 

 তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে নৌকা প্রতীকে নতুন ও পুরাতন ভোটারদের ভোট দিতে হবে। আমি আশা করি আগামীতে ৭ই জানুয়ারী নির্বাচনে তারা আমাকে নির্বাচিত করার মাধ্যমে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করার সুযোগ দিবেন। 

 এছাড়াও তিনি অতীতে সংসদ সদস্য থাকাকালীন সময়ে কোন ভূল হলে সেগুলো ক্ষমা করে পুনরায় নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

 
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ