রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে গতকাল ২৯শে জানুয়ারী বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১৫জন দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত শুকনা খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ ইউনিয়নের দুঃস্থ মানুষের হাতে ত্রাণের এ শুকনা খাবার প্যাকেট তুলে দেন।
জানা গেছে, প্রত্যেক প্যাকেটে খাদ্য সামগ্রী মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল, মরিচের গুড়া, হলুদ গুড়া ও ধনিয়া গুড়া রয়েছে।
এ সময় দাদশী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রহিমা বেগম, মোছাঃ সাইমা বেগম, সদস্য মোঃ সেকেন্দার গাজী, মোঃ শিমুল সরদার ও মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।