ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
কুয়েতের আমিরের মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-৩০ ১৫:২৮:৪০
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে ১দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ১লা অক্টোবর রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে।

  গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর ইন্তেকালে ১লা অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১দিনের শোক পালন করা হবে।’

  প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারী ও বেসরকারী ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

  এছাড়া আজ বৃহস্পতিবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

  কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১বছর বয়সে গত মঙ্গলবার মারা গেছেন।

'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা
 আগরতলা মিশনে ভিসা সেবা স্থগিত করেছে বাংলাদেশ
আগরতলা বাংলাদেশ মিশনে হামলার ঘটনা তদন্ত ও ব্যবস্থা নেয়ার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
সর্বশেষ সংবাদ